Header Ads

‘জঙ্গিরা তো আপনার শ্বশুরবাড়ির লোক’, সন্ত্রাসবাদের নিন্দা নেই! স্বরার দিকে ধেয়ে এল কটাক্ষ

 




‘জঙ্গিরা তো আপনার শ্বশুরবাড়ির লোক’, সন্ত্রাসবাদের নিন্দা নেই! স্বরার দিকে ধেয়ে এল কটাক্ষ              




































































পহেলগাঁও কাণ্ডেরঘটনা নিয়ে ত্রস্ত গোটা দেশ। মুখ খুলেছেন বলিউডের বহু তারকাই। কিন্তু স্বরা মন্তব্য করতেই ছুটে আসে কটাক্ষের বাণ।                                                             






































 

পহেলগাঁও কাণ্ডের নিন্দা করে বিপাকে স্বরা ভাস্কর। ঘটনা নিয়ে ত্রস্ত গোটা দেশ। মুখ খুলেছেন বলিউডের বহু তারকাই। কিন্তু স্বরা মন্তব্য করতেই ছুটে আসে কটাক্ষের বাণ।   

অভিনেত্রী বরাবরই স্পষ্ট মন্তব্য করেন। রাজনৈতিক পরিচিতিও রয়েছে তাঁর। ২০২৩ সালে সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেন স্বরা। ভিন্‌ধর্মে বিয়ে করার জন্য তাঁর দিকে আরও বেশি করে কটাক্ষ ধেয়ে আসে। পহেলগাঁও নিয়ে মন্তব্য করতেই সেই একই অভিজ্ঞতা হল স্বরার। সমাজমাধ্যমে অভিনেত্রী এই ঘটনার নিন্দা করে লেখেন, “পহেলগাঁওয়ে মর্মান্তিক ও কাপুরুষের মতো হামলার তীব্র নিন্দা করি। খুবই দুঃখজনক ঘটনা এটি। নিহতদের পরিবার যেন এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো শক্তি সঞ্চয় করতে পারে। ওঁদের প্রতি সমবেদনা রইল।”                                                               









































আরও পড়ুন:  




































































































































































































































































































































































































































এই জঙ্গি হামলার যথাযথ বিচার চান স্বরা। তিনি লেখেন, “আমি এর উত্তর ও বিচার চাই। নিরীহ মানুষদের মৃতদেহ নিয়ে দয়া করে নাটক করবেন না।” স্বরার এই মন্তব্য শুনেই চটেন নিন্দকেরা। ফের স্বরার ভিন্‌ধর্মের বিয়ের প্রসঙ্গ তুলে আনেন তাঁরা। এক নিন্দক লেখেন, “এই জঙ্গিরা তো আপনার শ্বশুরবাড়ির লোক।” স্বরার পোস্টে কোথাও ‘সন্ত্রাসবাদ’ শব্দটির উল্লেখ ছিল না। সেই নিয়েও বাক্যবাণ ধেয়ে আসে তাঁর দিকে। আর এক নিন্দক ব্যঙ্গ করে লেখেন, “আসলে স্বরা ভাস্কর বলতে চাইছেন, ‘জঙ্গিদের দোষারোপ কোরো না।’ বরং তিনি বর্তমান মোদী সকরকারের উপর দোষ চাপাতে চাইছেন। আসলে সন্ত্রাসবাদের তো কোনও ধর্ম হয় না।”                                                                           



























































                         





































No comments

Powered by Blogger.