Header Ads

কোন ভুলের জন্য অনুশোচনায় ভুগছেন পরীমণি

 


কোন ভুলের জন্য অনুশোচনায় ভুগছেন পরীমণি 














ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনেতা শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য জীবনের বিচ্ছেদ হওয়ার পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন সংসার তার। কাজের বাইরে যতটুকু সময় থাকে, তার পুরোটাই কোমলমতি দুই সন্তানের জন্য বরাদ্দ রাখেন এ অভিনেত্রী। 


















এদিকে সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় আলোচিত এই নায়িকা। অবসরে প্রায়ই ক্যারিয়ার সংশ্লিষ্টতা ছাড়াও নিজের, দুই সন্তান এবং প্রকৃতির রকামরি ছবি-ভিডিও পোস্ট করেন তিনি। এতে অবশ্য শুভাকাঙ্ক্ষীরাও সহজেই আপডেট থাকেন প্রিয় তারকা সম্পর্কে। তবে এবার পরীমণি জানালেন―বড় একটা ভুল করেছেন তিনি এবং এখন অনুশোচনায় ভুগছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে, হঠাৎ এমন কী ভুল করেছেন এ নায়িকা? 


মঙ্গলবার  ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেন চিত্রনায়িকা পরীমণি। সেখানেই ক্যাপশেনে সরল স্বীকারোক্তিতে নিজের ভুলের কথা জানালেন। একইসঙ্গে অনুশোচনার কথাও জানালেন তিনি। 












এ অভিনেত্রী লিখেছেন, ‘একটা ভুল করেছি আমি। আমার এই পেট এর নাম পুটু। অনেকেই দেখে থাকবেন হয়তো। পুটু আমার সঙ্গে আছে ১০ বছর ধরে। আমার ছেলে হওয়ার আগে ও সবসময় আমার সঙ্গে ঘেঁষে থাকতো। আমার কোলের মধ্যে ঘুমাতো। আমার ছেলে আসার পর থেকে পুটুকে সঙ্গে নিয়ে ঘুমাই না। তখন থেকে ওর আলাদা বিছানা হয়ে গেল। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল মানিয়ে নিতে। তারপর আস্তে আস্তে একটা সময় মানিয়ে নিলো। তখন থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল।’












‘তারপর যখন আমর ছেলে হাঁটা শুরু করল, তখন ফ্লোরে ছেলের সঙ্গে পুটুও দৌড়ে ওর কাছে আসতে চাইতো। আমি ভয় পেতাম। ভাবতাম পুটু যদি কামড় দিয়ে দেয় বা ওর ডাকে ছেলে যদি ভয় পায়। সেই ভেবে পুটুকে ছেলের সামনেই ধমক দিয়ে দূরে সরিয়ে দিতাম। ইদানীং হঠাৎই আমি খেয়াল করলাম, ছেলেও পুটুর সঙ্গে দূর দূর করতে থাকে। পুটুকে দেখলেই বলে, “এই পুটু যাও যাও”।’

তিনি লিখেছেন, ‘আমি বুঝতে পারলাম এটা আমারই ভুল। সন্তান যা দেখবে তাই তো শিখবে। এরপর আমি লেগে পড়লাম ওদের সুন্দর একটা বন্ধুত্ব তৈরি করবার। ছেলের সামনে পুটুকে খাওয়ানো, গোসল করানো, আদর করা, কথা বলা, একসাথে ছেলেকে নিয়ে খেলা―আস্তে আস্তে ছেলে অনেকটা স্বাভাবিক আচরণ করা শুরু করল পুটুর সঙ্গে। আমার ভালো লাগল।’















সবশেষ এ নায়িকা লিখেছেন, ‘আরও একটা বড় ভুল হয়ে গেল, যেটা আমাকে অনেক গিল্টিতে ফেলে দিলো। ছেলে সব খেলনা ছেড়ে এখন যখন খুব করে পুটুর সঙ্গে থাকতে চায়, পুটুর সঙ্গে খেলতে চায়, তখন দেখলাম পুটুর ভয়টা এখনো কাটেনি। আমি চেষ্টা করছি হয়তো ওর ভয় কাটিয়ে উঠবে। আমার মতো এই ভুল কেউ করবেন না, আশা করি। বোবা প্রাণী আর শিশুরা দুটোই ভীষণ কোমলমতি প্রাণ। বুঝতে দেরি হয়ে গেল আমার।’ 























এ অভিনেত্রী লিখেছেন, ‘একটা ভুল করেছি আমি। আমার এই পেট এর নাম পুটু। অনেকেই দেখে থাকবেন হয়তো। পুটু আমার সঙ্গে আছে ১০ বছর ধরে। আমার ছেলে হওয়ার আগে ও সবসময় আমার সঙ্গে ঘেঁষে থাকতো। আমার কোলের মধ্যে ঘুমাতো। আমার ছেলে আসার পর থেকে পুটুকে সঙ্গে নিয়ে ঘুমাই না। তখন থেকে ওর আলাদা বিছানা হয়ে গেল। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল মানিয়ে নিতে। তারপর আস্তে আস্তে একটা সময় মানিয়ে নিলো। তখন থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল।’  





















No comments

Powered by Blogger.