Header Ads

ফাঁস হয়ে গেল কারিশমার ৪ ‘গোপন তথ্য’

 


ফাঁস হয়ে গেল কারিশমার ৪ ‘গোপন তথ্য’

















বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রথম ক্র্যাশসহ তার সম্পর্কে চারটি তথ্য প্রথমবারের মতো মিডিয়ায় ফাঁস করেছেন ছোট বোন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

ভারতের জনপ্রিয় উপস্থাপক কপিল শর্মার ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে এমন কাণ্ড ঘটান কারিনা। নেটফ্লিক্সের এ জনপ্রিয় অনুষ্ঠানে সম্প্রতি দুই বোন অতিথি হিসেবে হয়ে হাজির হয়েছিলেন।









অনুষ্ঠানে নানা প্রসঙ্গে আড্ডায় মেতে ওঠেন দুই অভিনেত্রী। এক পর্যায় মঞ্চে কপিল বলেন ওঠেন, আমি আর কারিনা মিলে আজ কারিশমার কিছু গোপন তথ্য ফাঁস করব।

এসময় কারিশমার কানে হেডফোন থাকায় তিনি কিছুই শুনতে পাচ্ছিলেন না। এমন পরিস্থিতিতেই আলাপ চলতে থাকে কপিল আর কারিনার। 

আড্ডায় প্রথমে কপিল কারিনাকে জিজ্ঞাসা করেন, কারিশমা অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তবে কারিনার এমন একটি সিনেমার নাম বলেন যে সিনেমা আপনার মোটেও ভালো লাগেনি।












কপিলের এমন প্রশ্নের উত্তরে কারিনা একটু অস্বস্তিতে পড়ে যান। বলেন, এটা আসলেই কঠিন প্রশ্ন। এদিকে কারিশমাও কপিল আর কারিনার কথা শুনতে না পেয়ে একটু চঞ্চল হয়ে পড়েন। তখনই কারিনা বলেন, কারিশমার যে সিনেমা আমার খারাপ লেগেছে সেটি হলো ময়দান-ই জাং।










এরপর কপিল দ্বিতীয় প্রশ্ন ছুঁড়ে দেন। বলেন, বলিউডে কারিশমার প্রথম ক্র্যাশ কে? কোনো সময় না নিয়েই একটু হেসে কারিনা বলেন, আমার মনে হয় সালমান খান।



















No comments

Powered by Blogger.