Header Ads

টয়ার নজরকাড়া ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা

 


টয়ার নজরকাড়া ভিডিওতে মুগ্ধ নেটিজেনরা 













শোবিজের জনপ্রিয় মডেল-অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। নাচের মাধ্যমে বিনোদন জগতে প্রবেশ করলেও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। বিজ্ঞাপন ও নাটকে কাজ করে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নেন টয়া। 









কাজের পাশাপাশি ঘোরাঘুরি করতেও বেশ পছন্দ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই তার আঁচ পাওয়া যায়। এবার অভিনেত্রীর নজরকাড়া লুকে মুগ্ধ নেটিজেনরা।

গত ১৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুকে সি বিচের কয়েকটি ছবি শেয়ার করেছেন টয়া। সেখানে নজরকাড়া লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, অন্য সৈকত অবকাশ উদ্ভাসিত।














ওই ছবিতে দেখা যায়, টয়ার পরনে রয়েছে সাদা এবং নীলের কম্বিনেশনের ফ্লোরাল প্রিন্টের একটি গাউন। সৈকতে খোলা চুলে বেশ খোশ মেজাজেই ক্যামেরায় ধরা দিয়েছেন তিনি। টয়ার এমন রূপ ঝড় তুলেছে ভক্তদের মনে। 










ছবিগুলো পোস্ট করা মাত্রই অভিনেত্রীর কমেন্টবক্সে মন্তব্যের বন্যা বয়ে গেছে ভক্ত-অনুরাগীদের। একজন লিখেছেন, আমার সব সময়ই প্রিয় টয়া। আরেক নেটিজেন লেখেন, তোমাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। 






































No comments

Powered by Blogger.