Header Ads

তৃপ্তি-ভিকির অন্তরঙ্গ দৃশ্যে সেন্সরের কাঁচি


 তৃপ্তি-ভিকির অন্তরঙ্গ দৃশ্যে  সেন্সরের  কাঁচি 






মুক্তির অপেক্ষায় থাকা হিন্দি সিনেমা ‘ব্যাড নিউজ’-এর গান ‘জনম’ মুক্তির পর থেকেই গানটিতে তৃপ্তি দিমরি ও ভিকি কৌশলের ঘনিষ্ঠ দৃশ্য আলোচনায়। ‘অ্যানিমেল’ সিনেমার পর থেকেই অন্তর্জালে অন্যতম চর্চিত নাম তৃপ্তি।  












নতুন সিনেমায় তাঁকে আবেদনময়ী দৃশ্য যেন সামাজিক যোগাযোগমাধ্যমে আরও ঝড় তুলেছে। নতুন খবর, সিনেমার বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি জানিয়েছে ভারতের সেন্সর বোর্ড। খবর হিন্দুস্তান টাইমসের । 










‘ব্যাড নিউজ’ ছবিটি মুক্তি পাবে আগামী শুক্রবার। তার আগেই এই ছবির একাধিক দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড। বাদ পড়ল কোন কোন দৃশ্য?

এর মধ্যে প্রথম যে চুম্বনদৃশ্য বাদ গেছে সেটি ৮ সেকেন্ডের ছিল। পরের দৃশ্যটি ৯, শেষেরটি ছিল ১০ সেকেন্ডের। সব মিলিয়ে ২৭ সেকেন্ডের চুম্বনদৃশ্য বাদ দেওয়া হয়েছে ব্যাড নিউজ ছবিটি থেকে, যা স্বাভাবিকভাবেই ভিকি কৌশল ও তৃপ্তি দিমরির ভক্তদের জন্য ‘ব্যাড নিউজ’।










কেবল যে এই দৃশ্যগুলো বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, সেটাই নয়। একই সঙ্গে জানানো হয়েছে, ছবিতে বড় অক্ষরে মদ্যপানবিরোধী বার্তা থাকতে হবে।












করণ জোহরের ধর্ম প্রডাকশন প্রযোজিত, আনন্দ তিওয়ারি পরিচালিত ‘ব্যাড নিউজ’ ছবিটি ১৯ জুলাই মুক্তি পাবে। ছবিটিতে অভিনয় করেছেন অ্যামি ভির্ক, ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন নেহা ধুপিয়া। 




  














 


 




-------Free Download ..............






 












No comments

Powered by Blogger.